বৃথা কামনা
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ইচ্ছে করে এ ধরাতে
চিরজীবী হতে,
থাকতে চির তরুণ এবং
চলতে আপন মতে।
বিশ্ব তার রূপ আর ধনের লোভ
দেখায় আমায় অপার,
ইচ্ছে করে ওসব চির
অধীন করে রাখার।
মধুর লাগে এ ধরাতে
করতে জীবন যাপন,
কারণ, এতে ঘটাতে যায়
ইচ্ছার প্রতিফলন।
ধরায় তৃপ্তির শেষ না থাকায়
ছাড়তে চাই না তাকে,
তবুও ধরা ছাড়তেই হবে
পরকালের ডাকে।
.......
No comments:
Post a Comment