নারীর গড়া ফুলের মত
পরিবার যে পায়,
ভবের সেরা ভাগ্যবান লোক
তাকে বলা য়ায়।
লেগে থাকে মহানন্দ
পরিবারে তার,
দুঃখ তাকে দেখলে খুঁজে
পথটা পালাবার।
দুদিনের এ ধরাধামে
সে লোক থাকে সুখে,
বইতে থাকে চিরশান্তির
তরঙ্গ তার বুকে।
.......
No comments:
Post a Comment