Tuesday, March 7, 2017

সতর্ক বাণি

চক্ষু মেলে দেখো মুসলিম
                তোমার চারিপাশে,
দুর্বলেরা জয় করে সব
              মনের সুখে হাসে।

এখন তারা তোমায় নিয়ে
           চালায় লয়ের খেলা,
তবু তাদের পা চাটিয়ে
        কাটাও কেনো বেলা?
          ......

No comments: