Sunday, March 12, 2017

একা নাতি

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আজকে নাতি আছে একা
      নানা নেই তার পাশে,
বোধ হয় নাতি এ কারণে
        মনের সুখে হাসে।

মধুর নানার সঙ্গ নাতির
  আর লাগে না ভালো,
তাই সে দেখছে হাস্যমুখে
    ভিন্ন প্রীতির আলো।

নেত্রে নাতির রঙ লেগেছে
          রঙ্গীন দেখছে ধরা,
ক্ষিতির রূপের মোহে নাতির
           মনটা এখন ভরা।

No comments: