Monday, March 13, 2017

কানাই প্রফেসারের গান

  কানাই প্রফেসারের গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

চশমাচোখ নাতিকে আজ
দেখায় চমৎকার,
লাল গোলাপের হাস্যরূপও
ফুটছে মুখে তার।
তাই নাতিকে বলছে নানা কানাই প্রফেসার।।

নাতির মেধা অতি প্রখর
যেনো দিবাকর,
নিশিতেও দেখায় নাতি
যেনো সুধাকর।
দেবে নাতি জ্ঞানের আলো,
রাখবে না আঁধার
তাই নাতিকে বলছে নানা কানাই প্রসেসার।।

কলেজ এবং ছাত্র-ছাত্রী
পায় না নাতি ভবে,
ভাবছে নাতি মিশন যে তার
পূর্ণ বিফল হবে।
এখন নাতির নানা ছাড়া
শিষ্য নেই কেউ আর--
তাই নাতিকে বলছে নানা কানাই প্রফেসার।।
             ......

No comments: