Monday, March 27, 2017

সেরা ক্রিকেটারের গান

মুহাম্মদ আবদুল মন্নান ইয়াকুবী

আমি এখন বাংলাদেশের
সেরা ক্রিকেটার,
ছক্কা মেরে বলটি আমি
মাঠ করে দিই পার--
আমি এখন বাংলাদেশের সেরা ক্রিকেটার।।

জন্ম আমার সোনার বাংলার
সবুজ-শ্যামল গাঁয়,
এর মাঠে ভাই ক্রিকেট খেলায়
দিনটা আমার যায়।
আমার খেলা দেখে সবে
বলে চমৎকার--
আমি এখন বাংলাদেশের সেরা ক্রিকেটার।।

বোলিং করার ব্যাপারেও
দক্ষ আমার হাত,
প্রতিপক্ষের বল ক্যাচ করে
সরব রাখি মাঠ।
আমার বোলিং দখলে বেটসম্যান 
দিশা হারায় তার-
আমি হবো বাংলাদেশের সেরা ক্রিকেটার।।

আই, সি, সি-তে খেলতে আমায়
ডাকলে টায়গার দল,
বিশ্বকাপ জয় করে রাখবো
জাতির নাম উজ্জ্বল।
প্রমাণ করবো বিশ্বে সেরা
টাইগার এ বাংলার--
আমি হবো বাংলাদেশের সেরা ক্রিকেটার।।
                ........

         

No comments: