মা
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ধরার মাঝে মা গো তুমি
প্রভুর সেরা দান,
নয়ন তোমার দয়ার জ্যোতি
কোমল তোমার প্রাণ।
প্রসারিত হস্তে তোমার জাগে সুুুুখের বান-
ধরার মাঝে মাগো তুমি প্রভুর সেরা দান।।
মাগো আমরা পাই যে তোমার
হৃদয়মাখা মায়া,
তোমার হৃদয় ঢেকে রাখে
খোদার কৃপার ছায়া।
বিশ্ব আঁধার দেখি তোমার বদন দেখলে ম্লান-
ধরার মাঝে মাগো তুমি প্রভুর সেরা দান।।
আড়াল করে আমাদের প্রাণ
তোমার প্রাণের মাঝে,
তাই আমাদের সুখ-দুঃখের সুর
তোমার প্রাণে বাজে।
আমাদের সুখ নিয়ে শুধু তোমার থাকে ধ্যান-
ধরার মাঝে মাগো তুমি প্রভুর সেরা দান।।
নিত্য মাগো তোমার স্মরণ
থাকে হৃদয় গাঁথা,
তুমি ছাড়া বিশ্বে দেখি
দুঃখের আসন পাতা।
তোমায় নিয়ে জাগে উল্লাস; কণ্ঠে জাগে গান-
ধরার মাঝে মাগো তুমি প্রভুর সেরা দান।।
ডাকলে তোমায় দুঃখের মাঝে
যাতনা যায় চলে
স্বর্গটাও পাই যে মাগো
তোমার চরণ তলে।
জীবনটা হয় তোমার স্নেহে স্বর্গীয় উদ্যান-
ধরার মাঝে মাগো তুমি প্রভুর সেরা দান।।
.....
No comments:
Post a Comment