মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
নারী ছাড়া নরের জীবন
হয় না সুখের মোটে,
ব্যাকুলতায় দিবস কাটে
কষ্টে আহার জোটে।
তার অভাবে নরের থাকে
নিত্য হৃদয় ফাটা,
তবু প্রায়ই দেখি নারীর
মাথায় পড়ে ঠাঠা।
যাতনায় নর ভাঙ্গে যদি
নারীর কোমল মন,
সংসারে আর স্বর্গীয় সুখ
করে না গমন।
.....
No comments:
Post a Comment