Saturday, March 18, 2017

ছাদ বিড়ালী

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

  ছাদ বিড়ালী, নয় বিড়ালী
        রূপটি তার অতুল,
   বদনে তার ফুলেল হাসি
        মাথায় কালো চুল।

আসরমুক্ত থাকার কবজ
      ঝুলছে গলায় তার,
পারবে না জ্বিন-পরি তাকে
       ক্ষতি করতে আর।

  ছাদ বিড়ালী নাম রাখলেও
        বাবায় আদর করে,
     আছে তাতে ছাপা দুঃখ
           বিড়ালীর অন্তরে।

      বিটলেমি নেই তার চরিত্রে
              শান্ত একটি মেয়ে,
      চাদ হারায় তার নিজের রূপটি
             বিড়ালীর রূপ চেয়ে।

      ছাদ বিড়ালী নিত্য থাকে
              হাসি-খুশি মনে,
      এ কারণে আদর তাকে
                করে সর্বজনে।

No comments: