Thursday, March 23, 2017

হিজাব পরিহিতা খুকী

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

যাচ্ছে খুকী পাঠশালাতে
   সাথে নেই কেউ তার,
হিজাবপরা বেশে তাকে
    দেখায় চমৎকার।

চাঁদের কোমল রূপটি যেনো
       বদনে তার মাখা,
কায়াও তার গেলাপ ফুলের
        রূপে যেনো ঢাকা।

চোখদুটো তার দেখায় যেনো
       রূপে নীলাকাশ,
সফল জীবন গড়া খুকীর
        দৃঢ় অভিলাষ।

মধুর খুকীর মুখের কথা
   স্বভাব খুকীর ভালো,
এমন খুকী পিতা-মাতার
   সংসারে দেয় আলো।

No comments: