Saturday, March 18, 2017

বীর শিশুর গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বীর বাঙ্গালির শিশু আমি
বীরের বেশে থাকি,
লাল সবুজের নিশান হাতে
শির উন্নত রাখি।
দেখলে অন্যায় রুখতে আমি
হায়দরী হাঁক হাঁকি--
           আমি বীরের বেশে থাকি।।

সত্যের আমি বীর সেনানী
মিথ্যা বিনাশ করি,
নীতির পক্ষে থাকি আমি
দুর্নীতি রোধ করি।
বিপথগামী লোককে আমি
সরল পথে ডাকি--
               আমি বীরের বেশে থাকি।।

আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় করি না ভবে,
দেখলে আমায় ত্রাসে কাঁপে
পাপিষ্ঠের দল সবে।
পুষ্প হয়ে ফুটছি আমি
দেশটা আমার শাখী--
                আমি বীরের বেশে থাকি।।

সাম্প্রদায়িক সম্প্রীতিভাব
রখবো আমি চাঙ্গা,
এতে আমার স্বাধীন দেশটা
থাকবে নিত্য রাঙ্গা।
রাখবো না দেশ-জাতির স্বার্থে
কোনো কাজ আর বাকি।
        আমি বীরের বেশে থাকি।।
                   ........

No comments: