মুহাম্মদ আবদুল মান্নাম ইয়াকুবী
নাতি আমার ফুলের মত
নেই তুলনা যার,
মুক্তা ঝরে হাসিতে আর
কথায় মধু তার।
বদনে তার মাখা থাকেে
চাঁদের মতো রূপ,
আকাশের শুকতারার মতো
দেখায় তার দুচোখ।
স্বভাব নাতির অতি মধুর
উদার নাতির মন,
এমন মধুর নাতি আমার
সপ্ত রাজার ধন।
No comments:
Post a Comment