একুশে ফেব্রুয়ারী
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ফেব্রুয়ারির একুশ এলে
গর্বে ভরে প্রাণ,
যদিও এ দিনের উৎসব
জাগায় দুঃখের বান।
বাঙ্গালী এ দিনে চাওয়ায়
রাষ্ট্রভাষা বাংলা,
পুলিশকে দেয় গুলির আদেশ
তখনকার পাক -আমলা।
গুলির বাঁধা তুচ্ছ করে
বাংলার গগনতলে,
রফিক, সালাম, বরকত, জব্বার
স্বর্গে গেলেন চলে।
নাম না জানা আরো বহু
তরুণ এ বাংলায়,
এ দিনে দেয় প্রাণ বিসর্জন
ভাষার মান রক্ষায়।
বাংলার জন্যে জীবন দিয়ে
হয়নি তারা ক্ষয়,
মাতৃভাষা দিবস এতে
একুশ করে জয়।
এ দিবসে বাঙ্গালীদের
জাগে নতুন প্রাণ,
গুলির রক্তে একুশ পাওয়ায়
বিশ্বে সেরা মান।
একুশে দেয় উদ্দীপনা
বাংঙ্গালীদের মনে,
তাই তারা এর বীরদের অমর
রাখবে এ ভুবনে।
.....
No comments:
Post a Comment