Thursday, February 9, 2017

নরীর চাওয়া

     নারীর চাওয়া

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

চায় না জীবনে নারী 
   মানিক রতন,
চায় সে পুরুষ থেকে
   প্রীতিভরা মন।

ফোটে সে প্রীতি-ফুলে
      মধু করে দান,
অলি সেজে নরেরা তা'
       করে থাকে পান।

স্বভাবে হৃদয় তার
   অতীব কোমল,
অভিমানে নেত্রমলে
   নামে তাই ঢ়ল।

নারী যদি পেয়ে থাকে
    নরের হৃদয়,
তবে সে জীবন তার
   ভাবে আলোময়।
           .....

No comments: