Thursday, February 9, 2017

সাবধানতা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সাপ খুঁজে ভাই গর্ত পেলে
         গর্ত খুঁজে সাপ,
সাপের মন্ত্র না জানলে ভাই
         করবে না সে মাফ।

ফণা তুলে মারবে ছোবল
      থাকবে না আর প্রাণ,
তাইতো আগে সাপ ধরতে ভাই
       হওয়া চাই সাবধান।

মন্ত্র জানা থাকলে তোমার
     সমস্যা নেই আর,
সর্প করবে নিত্য তোমার
     বশ্যতা স্বীকার।

নারী পারে সাপের মতো
   ছোবল মারতে তাই,
তার সাথে প্রেম গড়তে প্রেমের
        মন্ত্র জানা চাই।
             .......

No comments: