মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
বস্তুবাদী লোকজন
ধর্মটা চায় না,
স্বার্থপর থাকে তাই
শান্তিটা পায় না।
শুনতে চায় না তারা
শাস্ত্রের বচন,
শয়তানী ধ্যানে মগ্ন
থাকে সারাক্ষণ।
নীতির লোক তাদের
মেলা খুব ভার,
নিরীহে পায় না তাই
সঠিক বিচার।
সম্প্রীতিভাব তাদের
নেই আদৌ মনে
তাই শুধু রাহাজানি
চলে সবখানে ।
দূর্নীতি রোধে তাদের
নেই ত্যাজি মন ,
শান্তির পায়রা তাই
ওড়ে না এখন ।
.......
No comments:
Post a Comment