মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
সাপের মন্ত্র বলতে বুঝায়
সাপ ধরার কৌশল,
এবং একে ধরার কাজে
রাখা মনে বল।
মন্ত্র মানে, 'ভণ্ডের বচন
'চং-বরং-মং' নয়,
মন্ত্র শব্দের অর্থ 'কৌশল'
অভিধানে কয়।
কৌশল প্রয়োগ করা হলে
দুর্গম পথ হয় সুগম,
জীবনযাত্রার মানটা তখন
হয়ে যায় উত্তম।
যারা করে কৌশলে কাজ
তারা থাকে যশে,
অনেক ক্ষেত্রে পৃথিবীও
থাকে তাদের বশে।
কৌশলকে তাই বলছি মন্ত্র
শোনেন বন্ধুগণ,
মন্ত্রজ্ঞানে করলে কর্ম
সুখের হয় জীবন।
No comments:
Post a Comment