Thursday, February 9, 2017

আশীর্বাদ-১

    আশীর্বাদ

       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কারো কাছে আশীর্বাদটা
     চাইতে হয় না কেউ,
চরিত্র আর কর্মে জাগায়
       আশীর্বাদের ঢেউ।

গুরুজনকে দেয়া হলে
        যথাযোগ্য মান,
আশীর্বাদে ধরায় পাবে
     কীর্তিমানের স্থান।

দীন-দুঃখীদের সেবায় কেহ
      থাকে যদি ব্রত,
পাবে না সে দুঃখ-গ্লানি
       ধরায় আছে যত।

লোকের সাথে মুখের ভাষা
     রুক্ষ কারো হলে,
  জীবনটা হয় অভিশপ্ত
     আশীর্বাদ যায় চলে।

হিংসা-বিদ্বেষ, লোভ-লালসার
    ঊর্ধ্বে যে জন থাকে,
  আশীর্বাদে মহা সুখে 
      রাখে প্রভু তাকে।
        
পরকে ভাবলে নিজের মত
  নিজকে ভাবলে পরের,
এ ভাবনায় মর্তে আনে
    স্বর্গ আশীর্বাদের।

সৃষ্টিকুলের প্রতি থাকলে
   ভালবাসার হৃদয়,
সকল সৃষ্টির আশীর্বাদে
   জীবন ফুলেল হয়।

সত্য-ন্যায়ের পক্ষে ধরায়
       হলে মহীধর,
সবার থেকে আশীর্বাদটা
       আসে নিরন্তর।

শিক্ষা-দীক্ষা, সমাজ সেবায়
       নিবেদিত হলে,
     আশীর্বাদে অমরত্ব
         আনে ধরাতলে।
               ......
      
         

     

No comments: