মে দিবসের ডাক
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
কেড়ে নিতে অধিকার
করো প্রতিবাদ,
ভেঙে দাও শোষকের
সব বিষদাঁত।
সীসাঢালা প্রাচীরটা
গড় একতায়,
দৃঢ় থেকো নিজ দেশে
সাহসী চেতায়।
অনিয়ম ও দুর্নীতি
পুঁতে ফেলো মাটিতে,
সমাজটা গড়ে তোলো
সত্যের রীতিতে।
সাম্প্রদায়িক সম্প্রীতি
নিয়ে থেকো সবে,
দেশ ও জাতির স্বার্থে
ত্যাগী হও ভবে।
ঘামঝরা শ্রমে আনে
জাতীয় উন্নতি,
সম্মান দাও তাদের
যারা মেহনতী।
কুক্ষিগত সম্পদের
কর অবসান,
বিশ্বে মে দিবসের
এ হলো আহ্বান।
......
No comments:
Post a Comment