Thursday, February 9, 2017

হামলার গান


 মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আজ ঘরে ও বাইরে
পথ-ঘাট-প্রান্তরে,
নগরে-বন্দরে,
মসজিদ-মন্দিরে,
এ সবুজ বাংলায়-
দিবানিশি মরে লোক হামলায়।।

শিক্ষার অঙ্গনে
খেলার প্রাঙ্গণে
ভ্রমণে, বিনোদনে
অলি, গলি, ঝোপ
আর জংলায়-
দিবানিশি মরে লোক হামলায়।।

শয়নে, জাগরণে,
বিতানে, বিপণিতে 
গাড়িতে, বাড়িতে,
অফিস, আদালত
আর কারখানায়-
দিবানিশি মরে লোক হামলায়।।

স্বামী, দেবর, বিবিতে
ভাই আর ভগিনীতে,
কর্তা আর কত্রীতে
কারণে-অকারণে
ইচ্ছায়, অনিচ্ছায়-
দিবানিশি মরে লোক হামলায়।।

নেতাদের লালসায়
সব লূট হয়ে যায়,
অধিকারহারা হয়ে
আপামর জনতা
করে দুঃখে হায় হায়-
দিবানিশি মরে লোক হামলায়।।

রাজনীতির চর্চায়
নীতি যায় গোল্লায়
দলীয় কোন্দলে
নিত্য লোক মরে
মাঠে আর রাস্তায়-
দিবানিশি মরে লোক হামলায়।।

কম লোক দেখা যায়
দেশ-জাতির চিন্তায়,
সবে শুধু মারে তেল
নেতাদের চরকায়,
মৃত্যুটা শ্রেয় তাই ,ভাবে আজ জনতায়
দিবানিশি মরে লোক হামলায়।
                    .....

No comments: