সবদিন হলে ঈদের মতো
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
যদি হতো ঈদের মতো
বছরের সবদিন ,
অপূর্ব এক রূপে হতো
পৃথিবী রঙিন।
থাকতে না আর হানাহানি
থাকতো না বৈরিতা,
চিরতরে হয়ে যেতো
সবে সবার মিতা।
ভাসতো সবে মহানন্দে
সুখসগরে ভবে,
সৃষ্টির সেরা প্রাণীর জীবন
সার্থক হতো তবে।
ঈদে মাত্র একটি দিনে
থাকে মানুষ যেমন ,
ইচ্ছে করলে আজীবন কি
থাকা যায় না তেমন?
.....
No comments:
Post a Comment