Thursday, February 9, 2017

দিবানিশি প্রার্থনায় থেকো বিধাতার

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

দিবানিশি প্রার্থনায়
থেকো বিধাতার,
যত খুশি তত চাও
শুধু কাছে তার-
দিবানিশি প্রার্থনায় থেকো বিধাতার।।

সুখ-শান্তি চাও যদি
জীবনে তোমার
সর্বদা মানতে হবে
বিধান খোদার।
দিবানিশি প্রার্থনায় থেকো বিধাতার।

না দেখাতে সব পথ
ধ্বংস লীলার
বলে যাও যাচনায়
দরবারে তার-
দিবানিশি প্রার্থনায় থেকো বিধাতার।

মেলতে উভয় কালে
মুক্তি তোমার,
প্রর্থনা চালিয়ে যাও
নিকটে আল্লা'র।
দিবানিশি প্রার্থনায় থেকো বিধাতার।
          ........

No comments: