যৌবনের গান
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
যৌবনে সব কাছে থাকে
বার্ধক্যে সব দূরে যায়,
তাইতো সবে চিরযৌবন
লালন করতে চায়।।
কলির যখন আসে যৌবন,
ফুল হয়ে সে হাসে,
অলি তার আশক্ত হয়ে
মধু নিতে আসে।
গুন্ গুনা গুন্ গান গেয়ে সে
বৃক্ষে ফুলের মন মাতায়-
তাইতো সবে চিরযৌবন লালন করতে চায়।।।
শুকনো নদ পায় ভরাযৌবন
বর্ষাঋতু এলে,
মীন ও তরীর সখিতা তার
সাথে খুবই মেলে।
বার্ধক্য তার খরায় এলে
প্রীতি এদের মুখ ফেরায়-
তাইতো সবে চিরযৌবন লালন করতে চায়।।
যৌবনে দেয় জীবনের স্বাদ
উন্মাদনা প্রাণে,
ভাসিয়ে দেয় সৃষ্টি সুখের
উল্লাসেরই বানে।
বার্ধক্যটা ভরা থাকে
নানা রোগ-শোক, বেদনায়-
তাইতো সবে চিরযৌবন লালন করতে চায়।।
.........
No comments:
Post a Comment