Thursday, February 9, 2017

স্রষ্টা এক, ভিন্ন নাম

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে স্রষ্টা!

মুসলিম তোমায় ডাকে 'আল্লাহ্'
      'গড' ডাকে খ্রিস্টান,
  ইহুদীরা 'যেহোভা' আর
        হিন্দু 'ভগবান'।

বিশ্বে তোমায় নানা জাতি
   ডাকে নানা নামে,
কারণ তুমি পালনকর্তা,
    ধারণকর্তা ধামে।

তুমি শ্রেষ্ঠ দাতা প্রভু
   তুমি দয়াবান,
সবে বাঁচে এ জাহানে
  পেয়ে তোমার দান।

আমরা হলাম সৃষ্টির সেরা
    তোমার প্রতিনিধি,
থাকি তোমার অনুগত
   মেনে তোমার বিধি।

তুমি জ্ঞাত, তুমি দ্রষ্টা,
    চির বিদ্যমান,
মহাবিশ্বে নেই কেহ আর
     তোমারই সমান।

তুমি স্রষ্টা তবে কারো

  নও জনক ও জাত,

আসমান-জমিন সবই হচ্ছে
   তোমার সুলতানাত।

বিশ্বে চলে নানা নামে
  তোমার যশোগান,
তুমি কিন্তু একক সত্তা
      সর্বশক্তিমান।
          ........

   

        

No comments: