Thursday, February 9, 2017

উনুনের গর্ব

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

জন্ম থেকে জ্বলছি আমি
জ্বলন আমার কাজ,
ধরায় আমি স্থায়ী রাখি
    মানুষের সমাজ।

বন্ধ হলে আমার জ্বলন
     পড়বে হাহাকার,
মানুষ তখন দেখবে ধ্বংসের
      অবারিত দ্বার।

জঠর-জ্বালায় কাতর হয়ে
      তখন সর্বলোক,
সবিনয়ে বলবে আমার
       দহন শুরু হোক।

মাঝে মধ্যে সবার কর্মে
        ঘটে বিপর্যয়,
আমার কর্মে থাকে কিন্তু
          সর্বযুগে জয়।
            ......

No comments: