Thursday, February 9, 2017

হযরত আবদুল জব্বার (র:) স্মরণে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

লক্ষ লক্ষ ভক্ত আছে এ বঙ্গে তোমার,
কারণ হচ্ছে তুমি ছিলে সঠিক রাহাবার।।

নীলাম্বরের মত ছিল উদার তোমার দিল,
তোমার কাছে পেতো সবে শান্তি অনাবিল।
জনসেবায় থাকায় তুমি, জন ছিল তোমার,
সুখ ও দু:খে ছিলে তুমি শান্তনা সবার-
        লক্ষ লক্ষ ভক্ত আছে এ বঙ্গে তোমার,
        কারণ হচ্ছে, তুমি ছিলে সঠিক রাহাবার।।

 সবার মনের নীলে তুমি, ছিলে নিশির চাঁদ,
তোমায় দেখে থাকতো সবে খুশিতে উন্মাদ।
তুমি ছিলে সিন্ধু তাদের, সুখের ঢেউ তোলার,
তরী ছিলে বিষাদ সিন্ধু করতে পারাপার—
       লক্ষ লক্ষ  আছে এ বঙ্গে তোমার,
        কারণ হচ্ছে, তুমি ছিলে সঠিক রাহাবার।।

দিবাকরের মত তোমায়, ভাবতো ভক্তগণ
তুমি করতে তাদের মনে ঊষা জাগরণ।
এ ভূলোকে ম্বর্গের পথে লোক ডেকে আনবার,
তুমি ছিলে এ চট্টলায় সুুউচ্চ মিনার—
        লক্ষ লক্ষ ভক্ত আছে এ বঙ্গে তোমার,
        কারণ হচ্ছে, তুমি ছিলে সঠিক রাহাবার।।

ভক্ত সবে দেখতো আগে তোমাকে ধরায়,
এখন কিন্তু আছ তুমি না ফেরার জায়গায়।
তোমার সাথে আর হচ্ছে না দেখা জনতার,
হৃদয় ফাটা কান্না সবার আসে তাই বার বার—
          লক্ষ লক্ষ ভক্ত আছে এ বঙ্গে তোমার,
          কারণ হচ্ছে, তুমি ছিলে সঠিক রাহাবার।।

সমাজ সেবায় জীবন তোমার ধন্য এ ধরায়,
তাইতো সবে করছে স্মরণ তোমাকে শ্রদ্ধায়।
বীর মুজাহীদ ছিলে তুমি কোরআন ও সুন্না'র,
আউলিয়াদের এ ভূমিতে আশীর্বাদ আল্লা'র—
         লক্ষ লক্ষ ভক্ত আছে এ বঙ্গে তোমার,
         কারণ হচ্ছে, তুমি ছিলে সঠিক রাহাবার।।

তুমি ছিলে সত্য-ন্যায়ের পক্ষে মহীধর,
তোমায় দেখে ভয়ে কাঁপতো শয়তানের অন্তর।
জাগাতে এ মধুর ধরায় সুখ-শান্তির জোয়ার,
তোমার মত বিপ্লবীকে যুগ ডাকে বারবার—
      লক্ষ লক্ষ ভক্ত আছে এ বঙ্গে তোমার,
      কারণ হচ্ছে, তুমি ছিলে সঠিক রাহাবার।।
   
গুমরে কাঁদে চট্টলাতে ভক্ত সকল লোক,
সবার মনে গাঁথা আছে তোমার বিয়োগ-শোক।
সজল নেত্রে যাচে সবে দরবারে খোদার,
জান্নাত যেনো পরকালে নসিব হয় তোমার।
         লক্ষ লক্ষ  ভক্ত আছে এ বঙ্গে তোমার,
         কারণ হচ্ছে, তুমি ছিলে সঠিক রাহাবার।
                                      ............

No comments: