মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
মিয়ার দিঘিতে ভাসে
সাদা কালো হাঁস,
হৃদয়ে থাকে এদের
কি যেনো উল্লাস।
সাদা কালো হাঁস,
হৃদয়ে থাকে এদের
কি যেনো উল্লাস।
এ দিঘির স্বচ্ছজল
করে টলটল,
হংসেরা করে এর
রূপটা উজ্জ্বল।
করে টলটল,
হংসেরা করে এর
রূপটা উজ্জ্বল।
পাড়ার গৃহিণীদের
হাঁস ঝাঁকে ঝাঁকে,
ভোর হলে ছুটে আসে
এ দিঘির ডাকে।
হাঁস ঝাঁকে ঝাঁকে,
ভোর হলে ছুটে আসে
এ দিঘির ডাকে।
থাকে এরা শৃঙ্খলায়
ভাসমান কাজে,
রাখে এক নেতা আগে
নেতৃত্বের সাজে।
ভাসমান কাজে,
রাখে এক নেতা আগে
নেতৃত্বের সাজে।
সারিবদ্ধভাবে এরা
ভাসে আর ভাসে,
ফাঁকে ফাঁকে মধুচন্দ্র
চালায় উচ্ছ্বাসে।
ভাসে আর ভাসে,
ফাঁকে ফাঁকে মধুচন্দ্র
চালায় উচ্ছ্বাসে।
বিশ্রাম নেয় ক্ষণিক
জল থেকে পাড়ে,
এক পায়ে ভর করে
সুখনিদ্রা সারে।
জল থেকে পাড়ে,
এক পায়ে ভর করে
সুখনিদ্রা সারে।
মাঝে মাঝে মারে ডুব
ডুবুরীর মতো,
জলতলে খাবারের
খুঁজে থাকে রত।
ডুবুরীর মতো,
জলতলে খাবারের
খুঁজে থাকে রত।
প্যাক প্যাক ডাক মেরে
তুলে ঐকতান,
শুনলে তা জ্বালাপাালা
করে থাকে কান।
তুলে ঐকতান,
শুনলে তা জ্বালাপাালা
করে থাকে কান।
গৃহিনীর খায় এরা
ধান, কুঁড়ো, মাড়,
প্রতিদানে ডিম-ছানা
দেয় তাকে ছাড়।
ধান, কুঁড়ো, মাড়,
প্রতিদানে ডিম-ছানা
দেয় তাকে ছাড়।
এ দানে কাঁটে না তার
কাল অনটনে,
তাই সে ভাবি স্বপ্নের
দিন শুধু গুনে।
কাল অনটনে,
তাই সে ভাবি স্বপ্নের
দিন শুধু গুনে।
প্রকৃতির মাঝে হাস
যোগ করে রূপ,
ছবির চেয়েও যেনো
এরা অপরূপ।
..........
যোগ করে রূপ,
ছবির চেয়েও যেনো
এরা অপরূপ।
..........
No comments:
Post a Comment