Tuesday, February 7, 2017

খাঁটি বাংলার জয় হোক

খাঁটি বাংলার জয় হোক

           ....

মুহাম্মদআবদুল মান্নান ইয়াকুবী

ইংলিশ কথা বাঙ্গালীদের

       বাড়ায় যেন মান,

কম-বেশি তাই, বলতে এটি

       নাচে তাদের প্রাণ।

বাংলা বাক্যে ইংলিশ শব্দ
       ঢোকায় তারা এখন,
ইংলিশ-বাংলা মিশে এতে
      বাংলাটা হয় দূষণ।

বাংলা বোলে, "বাবা, দাদা
     মা, পিসি, আর, মাসি,"
বাঙ্গালীদের কাছে এসব
       শব্দ এখন বাসি।

তারা বলে, "পাপ্পি, গ্র্যান্টপা,
    আন্টি, আংকেল, মাম,"
  বাংলা বোলে এসব নাকি
       বাড়ায় তাদের দাম।

বাংলা বাক্যে মেশায় যদি
     পশ্চিমাদের ইংলিশ,
রূপ হারিয়ে বাংলা তখন
      নাম পেয়ে যায় বাংলিশ।
        
বিশ্বের মাঝে বাংলা হচ্ছে
       গর্বিত এক ভাষা,
বাঙ্গালীদের বাংলিশ এটির
         হবে সর্বনাশা।

বাংলামুখে বাংলিশটা হোক
            চিরতরে ক্ষয়,
বাংলাতে হোক খাঁটি বাংলার
             চিরস্থায়ী জয়।
                  .......

No comments: