Thursday, February 9, 2017

গর্ব

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

প্রভু আমার আল্লাহ আর
    মুহাম্মদ হন নবী,
গ্রন্থ আমার আল-কোরআন তাই
     জীবন ধন্য ভাবি।

আমার ধর্ম ইসলাম হলো
      আদর্শে মহান,
ঐক্যে আমার জাতি থাকে
      বিশ্বে বলীয়ান।
     
শয়তান আমার শত্রু যাকে
       দেখি ঘৃণার চোখে,
অন্যায় দেখলে রুখতে আমি
        বীরবেশে যাই ছোটে।

মতাদর্শে জাতি আমার
      ধরীত্রে উন্নত,
তাইতো অপশক্তির কাছে
        শির করি না নত।
             .......

    

No comments: