মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
আজ তব কথা ভাই
অতীব মধুর,
শুনলে থাকে না মন
বেদনা বিধুর।
মধুর ঘন্টা তোমার
দুয়ারে আমার,
বাজলে অমনি ভাই
খুলে যাবে দ্বার।
তোমার বিভাগে আমি
পাঠাবো কবিতা,
নিরাশ হয়ো না আর
কভু তুমি মিতা।
ভবে থেকো ধন্য হয়ে
ওহে বন্ধুবর,
এ কামনা তব তরে
করি নিরন্তর।
......
( বা,ক, স, গ্রুপে কবিতা পাঠানোর অনুরোধে)
No comments:
Post a Comment