মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
নামাজকে বলবে না
আছে বহু কাজ,
কাজকে বলবে আগে
পড়বে নামাজ।
নামাজেতে ঈমানের
ঘটে পরিচয়,
বেশি বেশি খুশি হন
প্রভু দয়াময়।
নামাজ কায়েম করা
খোদার বিধান,
লঙ্ঘন করলে হবে।
জাহান্নামে স্থান।
No comments:
Post a Comment