Thursday, February 9, 2017

পরামর্শ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আমিও ভাই মুগ্ধ এখন
  তোমার প্রিয়ার রূপে,
এ কথটি বলতেছি আজ
     তোমায় চুপে চুপে।

দেখিনি ভাই তাকে আমি
      কভু এধরাতে,
   মুগ্ধ হয়ে গেছি শুধু
     তোমার বর্ণনাতে।

বলেছ যে তুমি তারই
     চোখে জাদুআঁকা,
ঠোট দুটি তার দেখায় যেনো
    গোলাপের রঙমাখা।

অপূর্ব তার হাসিখানি
    দেখে যদি সবে
পৃথিবীতে সকল পুরুষ
      মাতোয়ারা হবে।

অনেকে তার প্রেমের পরশ
       পেতে দেবে প্রাণ,
   এ ভয়েতে ভাবছ তুমি
       হারাবে নিজ জ্ঞান।

লাভ হবে না জ্ঞান হারালে
    বলছি শোন তোমায়,
পাবে না আর তারে তুমি
      এ রূপের ধরায়।

তার প্রেমেতে হও মক্ষিকা
      তাকে কর ফুল,
এতে তোমার বসুন্ধরার
      রূপ হবে অতুল।
             .....

No comments: