মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
শ্যামল রূপধারী এ মোহমুগ্ধ স্থান
যেখানে বনবাদাড় ও বৃক্ষের ডালে,
চলে অপূর্ব নাচন পবনের তালে,
আর কাকলি মুখর থাকে দিনমান।
ফুলে আর ফলে থাকে প্রকৃতি অম্লান
দিনে দিবাকর আর শশি নিশিকালে
উজ্জ্বল কিরণে হাসে নিজ নিজ চালে,
যে হাসিতে থাকে এটি রূপে মহীয়ান।
স্থিত এর পাশে এক সমৃদ্ধ ভূধর,
নৈসর্গিক রূপে এটি দেখায় অনন্য।
এ গ্রামে জনজীবন হয় সুখকর;
প্রীতিভরা থাকে সদা সবার অন্তর।
এখানে জন্মেছে যারা, তারা অতি ধন্য,
'এয়াকুব নগর' যা রূপের আকর।
..........
No comments:
Post a Comment