Thursday, February 9, 2017

তোমায় ভালবাসি

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

এ ভূবনে তুমি আমার
     স্বপ্ন ভবিষ্যতের ,
নির্ভয়ে পথ চলতে আমার
     প্রতীক তুমি স্রোতের ।

খরার তাপে তুমি আমার
      শীতল সমীরণ ,
তোমায় নিয়ে ঘটে আমার
        সুখের বিস্ফোরণ ।

তুমি হলে আমার নিশির
     নীল আকাশের চাঁদ ,
তিমিরে পাই আমি তোমার
     আলোর আশীর্বাদ ।

উদারতার বিশালতায়
       তুমি যেনো আকাশ ,
তোমায় নিয়ে নরকুলে
       সুখে করি বাস ।

  এ জীবনে তুমি হলে
     আমার অলংকার ,
তোমার সাজে রূপটি আমার
      দেখায় চমৎকার ।

তুমি যেনো চির নতুন
     রূপের এক নকাশি ,
তাইতো আমি উজাড় মনে
       তোমায় ভালবাসি ।
                 ......


No comments: