Tuesday, February 7, 2017

সান্তনা

মুহাম্মদ আবদুর মান্নান ইয়াকুবী

লক্ষ ফুলের মাঝে তোমার
         রূপটি চমৎকার,
ধরাতেও তোমার রূপের
       নেই তুলনা আর।

ফুটলে তুমি আপন রূপে
    সবুজ বিজন বাগে।
দু:খ লাগে, কৃষ্ণভ্রোমর
     জোটে তোমার ভাগে।

এ শুধু চায় তোমার সুধা
    চায় না তোমার মন,
তাইতো তোমার বক্ষে আগুন
        জ্বলে সরাক্ষণ।

প্রজাপতি আসতো যদি
             তোমার সূধা পানে,
নিত্যসুখের বীণা শুধু
        বাজতো তোমার প্রাণে।

একে তোমার রূপের সাথে
     মানাতো বেশ ভারী,
তোমার বাগও হয়ে যেতো
       রূপের চমকধারী।

এ তো তোমার ভাগ্যের লিখন
    নেই কিছু আর করার,
যা পেয়েছ তাতেই তুষ্টি
        থাকতে হবে তোমার।

এটি হবে সেরা সবুর
    সকল ধর্মে বলে,
মনের বাগান ভরায় এটি
      মিষ্টি মধুর ফলে।
             ......

( কবি রেনু রোজার কবিতাকে কেন্দ্র করে লেখা)

No comments: