মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ফর্সা হয়ে কালোকে ভাই
করিয়ে তুই নিন্দা,
দিলি যেনো তার অন্তরে
দুঃখের শেলটা বিন্ধা।
তোর কালো চোখ ভুরু এবং
মাথার চুল দেখ্ আগে,
ধরার মাঝে এ তিনে তোর
রূপটা কেমন লাগে।
সবার চোখে সাদার মাঝে
কালো তারা থাকে
ওই তারাটি চেহারাতে
রূপ মাখিয়ে রাখেে।
অকালে তোর চুল পেকে সব
হয়ে গেলে সাদা,
সমাজে সব লোকজন তোকে
ডাকবে বুড়ো দাদা।
চৌদ্দ ঘাটের পানি খাবি
করতে গেলে বিয়ে,
বসে বসে কাঁদবি তখন
গালে দুহাত দিয়ে।
এ অবস্থায় তোর চুলেতে
মাখতে হবে রঙ,
কালো রঙের সাথে তখন
করবি প্রীতির ঢং।
বইয়ের মধ্যে লিখা সকল
অক্ষর থাকে কালো,
যা পড়ে জ্ঞান লাভ করে লোক
সমাজে দেয় আলো।
কাল-ফর্সা সৃজন করেন
সৃষ্টিকর্তা ধরায়,
উভয়টি তাই শাস্ত্র মতে
সমান মূল্য পায়।
একটি ভিন্ন অপরটি হয়
এ ভুবনে খোঁড়া,
যে করে এর বাড়াবাড়ি
সে বোকা ও গোঁড়া।
ধরার খরা দূর করে দেয়
কালো মেঘের পানি
কালো নেত্রে দেখে সবে
রূপের ভুবনখানি।
কালো-ফর্সার বাড়াবাড়ি
আর করিস না, চুপ,
যাবে এতে দু কান কাটা
হারাবি নিজ রূপ।
......
No comments:
Post a Comment