Thursday, February 9, 2017

সাফল্যের উপমা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

শূন্যে যদি মেঘ না জাগে, বৃষ্টি পড়ে না,
সুখও ধরায় কষ্ট ছাড়া অর্জিত হয় না।

চক্ষু ছাড়া এ জগতের রূপ দেখা যায় না,
রূপ যদি না দৃশ্যত হয়, হৃদয় জুড়ায় না।

অন্ধকার না থাকলে আলোর মূল্য থাকে না,
বিপদ ছাড়া ভয়ের কোন কারণ থাকে না।

মাটি ছাড়া বৃক্ষ কোথাও জন্মানো যায় না,
বৃক্ষ ছাড়া মাটি ফলের ফলন দেখায় না।

রোগ না থাকলে ডাক্তার কভু রুগী পাবে না,
রুগী ছাড়া ডাক্তারের তাই কদর থাকে না।

প্রশ্ন যদি না করে কেউ জানতে পারে না,
প্রশ্ন এবং উত্তর ছাড়া জীবন চলে না।

অস্থিত্ব না থাকলে কিছুর আকার থাকে না,
ভালবাসা ভিন্ন কারো মনটা পাবে না।

চিন্তা ছাড়া নতুন কিছুর উদ্ভাবন হয় না,
জ্ঞান ছাড়া অগ্রগতির পথ পাওয়া যায় না।

জগতে হয় রবির সাথে জ্ঞানীর তুলনা,
জ্ঞানপাাপীরা ঢাকে আলো, মুক্তি দেখায় না।

ধর্ম ছাড়া ধরায় শান্তি  কভু আসে না,
ঐক্যশক্তি ছাড়া জাতি টিকতে পারে না।

সত্য চিরসমাদৃত, পিছু হটে না।
তাইতো মিথ্যা নিত্য আনে ধ্বংস, যাতনা।

দন্তহীনে প্রকৃত স্বাদ খাদ্যে পাবে না,
কর্মে দৃঢ় না হলে কেউ সফল হবে না।
                      ..........

No comments: