Thursday, February 9, 2017

নিঃস্বার্থ দানের প্রতিদান

  নিঃস্বার্থ দানের প্রতিদান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বনের ফলহীন বৃক্ষ বলে
   ফলের গাছকে ভাই,
তোমার ব্যথা দেখে আমি
    মনে দুঃখ পাই।

নরকূলে তুমি করো
   সুমিষ্ট ফল দান,
তোমার মধুর ফলে সবার
     তুষ্ট করে প্রাণ।

নরকে ফল দান করতে তোমার
      উদার থাকে মন,
তবু তোমায় করে তারা
       নিত্য আক্রমণ।

ছিঁড়ে তারা তোমার পাতা
       ভেঙ্গে ফেলে ডাল,
ফল খেয়েও তারা তোমার
        জীবনে হয় কাল।

বিপদ আমার হয় না ধরায়
        না থাকাতে ফল,
আসে না তাই আমার তলায়
         দুষ্ট লোকের দল।

আমার মত হলে তুমি
     পাবে বহু সুখ,
থাকবে না আর দুঃখ তোমার
      হবে হাস্য মুখ।

ফলের বৃক্ষ হেসে বলে
    কথা তোমার ঠিক,
তাইত তুমি পেয়ে থাক
     নরকূলে ধিক।

ধরায় লোকে উপকারীর
     করে অপকার,
আমি হলাম প্রকৃষ্ট এক
       উদাহরণ তার।

নিঃস্বার্থে দান করে আমি
     বাঁচাই প্রাণীকূল,
বিপদ ভেবে করি না তাই
     তোমার মত ভুল।
           ...........
      
      

No comments: