মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
এক একে এক,
দু' চোখে পৃথিবীটা
ভাল করে দেখ।
দুই একে দুই,
খেতে খুব মজা লাগে
ইলিশ আর রুই।
তিন একে তিন,
বিধাতার নাম জপ্
রাত আর দিন।
চার একে চার
এ মহা বিশ্বটা
সৃষ্টি খোদার।
পাঁচ একে পাঁচ,
ইঙ্গিতে জ্ঞানীরা
সব করে আঁচ।
ছয় একে ছয়,
সর্বদা থাকে কিন্তু
সত্যের জয়।
সাত একে সাত,
পোহায় না তাড়াতাড়ি
বিপদের রাত।
আট একে আট,
যোগাযোগে দরকার
ভালো পথ-ঘাট।
নয় একে নয়,
সবার জীবনে থাকে
জয়-পরাজয়।
দশ একে দশ,
ক্ষমা আর ভালবাসায়
সব করে বশ।
........
No comments:
Post a Comment