Thursday, February 9, 2017

স্রষ্টাপ্রীতি

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পাপ করে না ওই লোকে যার
থাকে স্রষ্টাপ্রীতি
সর্বদা সে মেনে চলে
ধর্ম-কর্ম-নীতি।
মনেও তার কু-প্রবৃত্তি পায় না কভু ঠাই,
জীবনে তাই স্রষ্টাপ্রীতি সবার থাকা চাই।।

মর্তভোগের লোভটা সবার
অতি বেশি থাকে,
তাই পরকাল ভুলে সবাই
ধরার প্রীতি রাখে। 

স্রষ্টাপ্রেমী ধরার প্রেমের বাজায় না সানাই-

জীবনে তাই স্রষ্টা-প্রীতি সবার থাকা চাই।।


ধৈর্য, সত্য, উদারতা,

 সেবা, বিশ্বপ্রীতি,

এসব থাকে স্রষ্টা-প্রেমীর
চরিত্রের মূল নীতি।
শান্তি আনে এসব নীতি মর্তধামে ভাই-
জীবনে তাই, স্রষ্টা-প্রীতি সবার থাকা চাই।।

স্রষ্টা-প্রেমী স্রষ্টা ছাড়া
তুচ্ছ করে ভয়,
তার কাছে সব মিথ্যা শক্তির
ঘটে পরাজয়।
এসো ধরায় স্রষ্টা-প্রীতির পতাকা ওড়াই-
জীবনে তাই, স্রষ্টাপ্রীতি সবার থাকা চাই।।

                       ......

No comments: