Thursday, February 9, 2017

মিয়নমারে মানবতার কান্না

মিয়ানমারে মানবতার কান্না

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াবুবী

গণতন্ত্রের ছায়াতলে
       মিয়ানমারে চলছে যা,
বিশ্বমুসলিম সম্প্রদায়ের
        দিচ্ছে তা আজ আঁতে ঘা।

মানবতার  বিরুদ্ধে সব
        ঘটছে কর্ম সেখানে,
তবু দেখছি নীরব হয়ে
         আছে মানুষ সবখানে।

ওই অঞ্চলের সৈনিকেরা
          মারছে মুসলিম উল্লাসে,
জনতাও তাদের সাথে
           যোগ দিয়েছে উচ্ছ্বাসে।

হাত-পা বেঁধে জ্যান্ত তাদের
           পুড়ে মারছে দিন ও রাত,
বনছে এতে সভ্যযুগে
             তারাই এখন বন্যজাত।

গাছের সাথে পেরেক মেরে
             নিষ্পাপ মুসলিম শিশুদের,
মারছে নিত্য কাঁদছে না প্রাণ
              এ শূয়ারের বাচ্চাদের।

মুসলিম নরদের লিঙ্গ কাটে
               আর কাটে স্তন যুবতীর,
ইতিহাসে এমন বর্বর
               আচরণের নেই নজির।

ধরে মুসলিম যুবতীদের
               আগে সম্ভ্রম করে নাশ,
পরে তাদের জবাই করে
                ফেলে রাখে নগ্নলাশ।

কারো আবার চোখ ফেলে দেয়
                কারো কেটে দেয় দুহাত,
কাউকে আবার উদম গায়ে
                  দগ্ধলোহার দেয় আঘাত।

ভিক্ষুরাও মারছে মুসলিম
              মানছে না আর ওই ধারা
যে ধারাতে বুদ্ধ ধর্মে
               মহাপাপ কয় জীবমারা।

শান্তির নোবেল প্রাপ্তা সু চী'র
              দেশে চলছে অত্যাচার,
এখন তাকে খুনের নোবেল
                ডেকে দেয়া খুব দরকার।

মিয়ানমারের মুসলিমেরা
                 নিজ দেশে আজ অসহায়,
আর্তনাদে প্রতিবেশি
                  রাষ্ট্রের কাছে আশ্রয় চায়।

দিচ্ছে না কেউ তাদেরকে আজ
                  আশ্রয়ের হাত বাড়িয়ে,
নির্যাতিতের চিৎকার যেনো
                    আকাশ দিচ্ছে ফাটিয়ে।

মুসলিম নিধন চললে বিশ্বে
                   মানবতার পক্ষের দল,
প্যারালাইসিস রোগে ভোগে
                     থাকে না আর কণ্ঠে বল।

মুসলিম ছাড়া যদি কোনো
                   সংখ্যালঘু আঘাত পায়,
মানবতার প্রশ্নে তখন
                   কণ্ঠ সবার বেড়ে যায়।

হুয়াক্কা হুয়া  ধ্বনি তোলে
                দালাল শেয়াল টকশো'তে,
শুনতে করে জ্বালাপালা
                 জনতার কান দুটোতে।

ধর্ম-বর্ণ নির্বিশৈষে
                   মানুষ হবে একজাতি,
শিখে নে সব দালাল তোরা
                   যাদের নেই আজ এ মতি।

মানবতার প্রশ্নে প্রথম
                 পরবি সেরা জীবের সাজ
নির্যাতিত যে ধর্মের হোক
                  তার পক্ষে কর্ ধরায় কাজ।

জাতিসংঘের অন্তর্ভূক্ত
                  হয়েও এ মিয়ানমার,
পাচ্ছে না আজ তার থেকে সে
                    সমাধান এ সমস্যার।

ভুমিকাহীন আছে এখন
                  এ সংঘটি ভুলোকে,
চুনকালি তাই অবিরত
                পড়ছে এটির চাঁদমুখে।

দেখা যাচ্ছে মুসলমানদের
                    বিশ্বে বন্ধু নেই এখন,
ডানে, বাঁয়ে, সামনে, পিছে
                 সুসজ্জিত সব দুশমন।

বলতেছি তাই, সর্ব মুসলিম
            জাগরে তোরা বীরবেশে,
আর কত কাল ভীতু হয়ে
              মরতে থাকবি সব দেশে।

ভুলে যা সব ছোটখাটো
                ভুলভ্রান্তি যার যা আছে,
কোরআন-সূন্নার বিধান মতে
                  একতায় থাক্ সুহাসে।

সত্যের সাধক, মিথ্যা নাশক
                হতে হবে আজ থেকে,
দেখবি তবে, থাকবি ধরায়
                 সর্বসুখ আর রূপ মেখে।

শক্তিতেও থাকবি সেরা
             কাঁপবে ধরা তোর ভয়ে,
নতুবা তোর খবর আছে
               মিয়ানমার দেখ্ চোখদ্বয়ে।

প্রতিবাদের ঝড় তুল্ এখন
          বিষয় নিয়ে মিয়ানমার,
সর্বশক্তি প্রয়োগ করে
           মুুসলিম ভাইদের কর্ উদ্ধার।
                      .......
                

                    

                    

                    
        
        

              
               
                
         

No comments: