আপনার কবিতায় এখনো কয়েক জায়গায়
ছন্দপতনসহ একই শব্দের অন্তমিল রয়েছে এবং কয়েকটি শব্দের বানানও ভুল দেখা যাচ্ছে। কবিতাটি আমার কাছে খুব ভাল লেগেছে বিধায় সংশোধন করে দিলাম। কেমন লাগে দেখুন। মনে কষ্ট পেলে ক্ষমা করবেন।
ছন্দপতনসহ একই শব্দের অন্তমিল রয়েছে এবং কয়েকটি শব্দের বানানও ভুল দেখা যাচ্ছে। কবিতাটি আমার কাছে খুব ভাল লেগেছে বিধায় সংশোধন করে দিলাম। কেমন লাগে দেখুন। মনে কষ্ট পেলে ক্ষমা করবেন।
কান্না
দুঃখ-কষ্ট প্রকাশ করার
সহজ একটা বাহন,
আবেগ ভরে হাউ মাউ করে
অশ্রু ফেলে কাঁদন।
সহজ একটা বাহন,
আবেগ ভরে হাউ মাউ করে
অশ্রু ফেলে কাঁদন।
কেহ কাঁদে উচ্চস্বরে
কেহ চুপে চুপে,
কেহ কাঁদে বিলাপ করে
কেহ ফুঁপে ফুঁপে।
কেহ চুপে চুপে,
কেহ কাঁদে বিলাপ করে
কেহ ফুঁপে ফুঁপে।
কেহ কাঁদে প্রিয়া হেরে
কেহ প্রিয়া পেয়ে,
কেহ প্রেমের ফাঁদে পড়ে
কেহ প্রীতি চেয়ে।
কেহ প্রিয়া পেয়ে,
কেহ প্রেমের ফাঁদে পড়ে
কেহ প্রীতি চেয়ে।
ধন হারিয়ে ধনশালী
কাঁদে ধনের মায়ায়,
রাস্তায় গরীব বিলাপ করে
কাঁদে ধনের আশায়।
কাঁদে ধনের মায়ায়,
রাস্তায় গরীব বিলাপ করে
কাঁদে ধনের আশায়।
সন্তান পাওয়ার আশায় কাঁদে
ধরায় নিঃসন্তানে,
আবার কেহ সন্তান পেয়ে
কাঁদে এ জাহানে।
ধরায় নিঃসন্তানে,
আবার কেহ সন্তান পেয়ে
কাঁদে এ জাহানে।
কেহ কাঁদে ছেলের তরে
কেহ মেয়ের তরে,
বন্ধ্যায় গর্ভে সন্তান পেতে
নিত্য কান্না করে।
কেহ মেয়ের তরে,
বন্ধ্যায় গর্ভে সন্তান পেতে
নিত্য কান্না করে।
কেহ কাঁদে অধিক সুখে
কেহ অধিক দুঃখে,
কেহ কাঁদে পদের লোভে
কেহ পদে ঢোকে।
কেহ অধিক দুঃখে,
কেহ কাঁদে পদের লোভে
কেহ পদে ঢোকে।
স্বজন নেই তাই কাঁদে কেহ
কেহ স্বজন পেয়ে,
কেহ কাঁদে মায়ার ছলে
আদা পানি খেয়ে।
কেহ স্বজন পেয়ে,
কেহ কাঁদে মায়ার ছলে
আদা পানি খেয়ে।
জন্মের পরে মানবশিশু
কাঁদে চিৎকার করে,
লাশকে ঘিরে আপন জনে
কাঁদে এ সংসারে।
কাঁদে চিৎকার করে,
লাশকে ঘিরে আপন জনে
কাঁদে এ সংসারে।
দুঃখে-সুখে সকল ক্ষেত্রে
করা যাবে রোদন,
নিষেধ কিন্তু উচ্চস্বরে
বিলাপ করে কাঁদন।
করা যাবে রোদন,
নিষেধ কিন্তু উচ্চস্বরে
বিলাপ করে কাঁদন।
No comments:
Post a Comment