Thursday, February 9, 2017

মাস্টার আবুল কাসেম এম, পি স্মরণে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে প্রয়াত বিপ্লবী বীর
         সীতাকুণ্ডে এ বাংলার,
বসুন্ধরায় নেই তুমি আর
           স্বপ্নপুরুষ জনতার।

ফুলের মত ফুটে তুমি
          মঞ্জিমা আর সুবাসে,
জনতাকে রাখতে সদা
          নব আশার উচ্ছ্বাসে।

সুবচন আর মিষ্টিহাসি
         ছিল তোমার স্বভাবগুণ,
মনোরঞ্জন রক্ষায় সবার
          ছিলে তুমি খুব নিপুণ।

সত্যনিষ্ঠ ছিলে তুমি
       কথা, কর্ম আর চিন্তায়,
সীতাকুণ্ডের রূপ বর্ধনে
        নিত্য ছিলে ব্যস্ততায়।

এ এলাকায় শিক্ষা-দীক্ষা
        আর প্রযুক্তির উৎকর্ষে,
চপল ঘোড়ার মত তুমি
         ছুটতে মনের হরষে।

ছিলে তুমি জ্ঞানের তাপস
          তাইতো শিক্ষা বিস্তারে,
শিক্ষকতার ভার জীবনে
           নিলে প্রথম নিজ ঘাড়ে।

রাজনীতিতে নিম্ন থেকে
           প্রতিটি ধাপ পেরিয়ে,
কর্মগুণে এম, পি পদও
             নিয়েছিলে লুফিয়ে।

জাতির জনক বঙ্গবন্ধুর
          স্বপ্নের বাস্তব রূপদানে,
নিত্য তুমি ব্যস্ত থাকতে
           মিশন এবং ভিশনে।

সীতাকুণ্ডে শান্তি রক্ষায়
                ছিলে তুমি নবদূত,
দেখিয়েছ নিজ জীবনে
              সাম্প্রদায়িক প্রীতিবোধ।

পল্লি থেকে নির্মূল করতে
      জীবনযাত্রার আদিম মান,
তুমি যেনো ছিলে একটি
       কালবৈশাখী তেজীপ্রাণ।

সীতাকুণ্ড সমিতিরও
         ছিলে তুমি রূপকার,
সেবাকর্মে এ সমিতির
       নেই তুলনা দেশে আর।

স্মরণ করছি আমরা তোমায়
                    শ্রদ্ধাভরে নিত্যদিন,
এ লেখাও থাকবে যদ্দিন
                  রাখবে তোমায় অমলিন। 

                   ........... 

No comments: