মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
তুমি যেনো রূপের খনি,
রূপ তোমার অতুল,
দেখায় তোমায় আকাশের চাঁদ,
ধরায় গোলাপ ফুল।
চিন্তা এবং কর্মে তুমি
যেনো হাতেম তাই,
দুগ্ধসম শূভ্র হৃদয়
তোমার মাঝে পাই।
কথা তোমার ভাবের সিন্ধু
ভাব সাগরে ডুবায়,
মনভরে তাই নিত্য বলি
ভালবাসি তোমায়।
।
No comments:
Post a Comment