Saturday, February 11, 2017

অন্তমিলে অঙ্গের প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কায়া, অঙ্গ, গাত্র, বপু,
   তনু  কলেবর,
অঙ্গক, কন্ধ, গতর,
  গা, দেহপিঞ্জর।
     
দেহ, শরীর, করণ
    কাঠামো, আকার,
কায়, দেহযষ্টি, মূর্তি
    ঘট, জীবাধার।
         .......

No comments: