Thursday, February 9, 2017

ধন্যবাদ জ্ঞাপন

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

 ছন্দে ছন্দে কমেন্ট যিনি
    করেন এ বাংলায়,
কবিতারই বাড়িওয়ালা
    তাঁকে বলা যায়।

তিনি কবি রায়হান ভুঁইয়া
    সর্বলোকে বলেন,
কাব্যরসে যিনি সবার
     প্রাণ জুড়িয়ে দেন।

গড়েন তিনি কাব্যফুলের
      বাগে এক নিলয়,
কবিতার সে বাড়ি দেখলে
      প্রাণটা শীতল হয়।

আজকে হলো তাঁর বাড়িতে
          আমার পদার্পণ,
তাইতো করছি এ কবিকে
          ধন্যবাদ জ্ঞাপন

No comments: