মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
উদাস কুমার পথিক তখন
আমার খুঁজে থাকে,
কুহু যখন বসন্তে তার
মুহর্মুহু ডাকে।
আমার মোহে তাড়ায় তাকে
ত্যাজি ঘোড়া মতো,
গন্তব্যহীন পথিক করে
ছুটায় অবিরত।
নিশিতে তার অন্তরীক্ষে
জাগলে শশির হাসি,
আমার টানে হৃদয়ে তার
বাজে শুধু বাঁশি।
খোঁজটি আমার না পেয়ে সে
শ্যামল শোভার মাঝে,
বিরহে তার হৃদয় ফাটে
মুখ ফাটে না লাজে।
এ সময়ে ফুলের মত
ফুটি আমি শাখায়,
উদাস কুমার পথিক তখন
আমার পরশ পায়।
.........
No comments:
Post a Comment