ফুটছে ফুল আজ প্রেমের বাগে তোমাদের,
তাইতো কোকিল তান ধরেছে বসন্তের।
শাখায় শাখায় দোলছে ফুল আজ মনোরম,
হচ্ছে এতে অলিদের খুব সমাগম।
প্রকৃতিও আছে রূপের সাজ পরে,
দেখলে সবার প্রফুল্লতায় মন ভরে।
মলয় হতে বইছে বাতাস সুমধুর,
সবার মনের বিষন্নতা করছে দূর।
যুগলবন্ধি তোমাদের এ সময়ে,
মহাখুশির বিনা বাজে হৃদয়ে।
........
তাইতো কোকিল তান ধরেছে বসন্তের।
শাখায় শাখায় দোলছে ফুল আজ মনোরম,
হচ্ছে এতে অলিদের খুব সমাগম।
প্রকৃতিও আছে রূপের সাজ পরে,
দেখলে সবার প্রফুল্লতায় মন ভরে।
মলয় হতে বইছে বাতাস সুমধুর,
সবার মনের বিষন্নতা করছে দূর।
যুগলবন্ধি তোমাদের এ সময়ে,
মহাখুশির বিনা বাজে হৃদয়ে।
........
(কবি সাজ্জাদ মোহাম্মদকে)
No comments:
Post a Comment