মুহাম্মদুর আবদুল মান্নান ইয়াকুবী
ফুলের বনে ঘুরছো একা
পরে রূপের শাড়ি,
মুখে রাখছো মিষ্টি হাসি
লুকিয়ে দাঁত-মাড়ি।
কি যেনো রূপ দেখে তুমি
এখন বিজন বাগে,
করছো যেনো বন্দনা ওই
রূপের অনুরাগে।
এ বনে আজ দেখায় তোমায়
রূপে ফুলের মত,
সকল ফুলের রূপ দেখায় না
তোমার মত অতো।
ফুটতে এখন তুমি আমার
মনের শ্যামল বনে,
তাইতো ধন্য জীবন আমার
এ বিশাল ভুবনে।
No comments:
Post a Comment