নারী
মুহম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
স্রষ্টা প্রথম মানব
করিয়ে সৃজন,
স্বর্গরাজ্যে রাখেন তার
একাকী আসন।
একাকী আসন।
মোহনীয় রূপে করে
স্বর্গ সুসজ্জিত,
স্বর্গ সুসজ্জিত,
শুধু তার তরে সেটি
রাখে অবারিত।
মনোলোভা স্বর্গরাজ্যে
পেয়ে বাসস্থান,
পুলকে পুলকে তার
ভরে যায় প্রাণ।
বিধাতার প্রতিনিধি
ঘোষণা সে পায়,
স্বর্গীয় দূতও তার
থাকতো সেবায়।
সেখানে ছিল না আদৌ
দুঃখ-দৈন্য তার
হৃদয়ে থাকতো শধু
সুখের জোয়ার।
তবুও যেনো শূন্যতা
জাগে তার মনে,
জানতো না সেটি তার
হতো কি কারণে।
তাই প্রভু গড়ে এক
নারী তার তরে,
পেয়ে ওই নারী তার
শূন্যমন ভরে।
.....
No comments:
Post a Comment